সিএমএম আদালতে ডে কেয়ার সেন্টার চালু

Looks like you've blocked notifications!
সিএমএম আদালতে ডে কেয়ার সেন্টার চালু। ছবি : এনটিভি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট আদালতে নারী বিচারকদের সুবিধার্থে ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। আজ বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকার সিএমএম রেজাউল করিম চৌধুরী এই ডে কেয়ার সেন্টার চালু করেন।

ঢাকার সিএমএম আদালতের নাজির মো. রেজায়ুর খন্দকার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার ঢাকার সিএমএম আদালতে নারী বিচারকদের বিচারকাজের সুবিধার্থে এই ডে কেয়ার সেন্টার চালু করা হয়েছে। ঢাকার সিএমএম রেজাউল করিম চৌধুরী বিকেলে এই ডে কেয়ার সেন্টার চালু করেন। এ সময় ঢাকার সিএমএম আদালতের এডিশনাল সিএমএম হাসিবুল হক, তোফাজ্জল হোসেন, সুলতান সালাউদ্দিন সোহাগ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব উপস্থিত ছিলেন।

নাজির আরও বলেন, এই ডে-কেয়ার সেন্টার চালুর মাধ্যমে আদালতে সকাল থেকে বিকেল পর্যন্ত নারী বিচারক তাদের সন্তানদের এখানে রাখতে পারবেন। এখানে তাদের সন্তানদের জন্য খেলাধুলা, লেখাপড়াসহ অন্যান্য সুবিধা রয়েছে।