ময়মনসিংহে হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে আওয়ামী লীগনেতা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : এনটিভি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আওয়ামী লীগনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যা মামলার রায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, তার ছেলে সোহাগ, রুবেল, সেলিম ও মো. ইদ্রিছকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং মোফাজ্জল হোসেন ও দুলাল উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলার বিবরণে প্রকাশ, ২০১৮ সালের ৪ জুলাই রাতে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৫) ফিসারিতে রাত্রি যাপনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরের দিন ভোরে ফিসারির পানিতে গলা কাটা মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনায় তাঁর ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলা তদন্ত শেষে পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষেএই রায় ঘোষণা করেন।