ব্রাহ্মণবাড়িয়ায় বিকট শব্দে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/03/braahmnnbaarriyyaar-ksbaayy-bissphornn-chbi-1.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি জমির বিদ্যুতের খুঁটির পাশে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে কসবা উপজেলার কসবা-কুটি চৌমুহনী সড়কের বিশারাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় মাটির নিচ থেকে আগুন বের হতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গত ঈদুল আজহায় ওই গ্রামে জবাই করা প্রায় শতাধিক পশুর চামড়া বিক্রি করতে না পেরে গ্রামবাসী ঘটনাস্থলে ওই চামড়া পুতে ফেলে। ধারণা করা হচ্ছে ওই পুতে রাখা পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হয়ে বুদবুদ আকারে উদগীরণ হতে থাকে। কোনো কারণে আগুনের সংস্পর্শে আসায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোরবানির পশুর চামড়া পচে গ্যাস সৃষ্টি হওয়ায় বিস্ফোরিত হয়েছে। তবে কসবা প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত। তাই এ বিষয়ে সালদা ও বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি পশুর চামড়া পচে নাকি প্রাকৃতিক গ্যাসের কারণে হয়েছে তা যাচাই বাছাই করা হবে।’