১৫ আগস্ট ঘিরে সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি পিক্সাবে থেকে নেওয়া

বাংলাদেশ সাইবারস্পেসের বিরুদ্ধে ১৫ আগস্ট ‘ব্যাপক সাইবার-আক্রমণ’ শুরু করার জন্য ৩১ জুলাই কিছু গোপন হ্যাকার গ্রুপের ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি-ই-গভ সিআইআরটি) সতর্কতা জারি করেছে।

সতর্কবার্তায় বলা হয়, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা এবং সব ধরনের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে আইটি অপারেশন এবং ব্যবসায় ব্যাহত করতে পারে এমন গ্রুপগুলোর সম্ভাব্য সাইবার-আক্রমণের বিষয়ে সজাগ থাকতে হবে।

হ্যাকটিভিস্ট গোষ্ঠীগুলো থেকে উদ্ভূত ছোট থেকে মাঝারি আকারের সাইবার-আক্রমণের জন্য সব সংস্থাকে সতর্ক থাকতে এবং তাদের অবকাঠামো রক্ষার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সিআইআরটির সতর্কবার্তায় আরও বলা হয়, এই হ্যাকার গোষ্ঠীগুলো পাকিস্তান ও বাংলাদেশের সংস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে।

এতে আরও বলা হয়, ‘সাম্প্রতিক অনুসন্ধানে আমরা বেশ কয়েকটি গোষ্ঠীকে চিহ্নিত করেছি। তারা অবিরাম বাংলাদেশের সংস্থাগুলোর বিরুদ্ধে সাইবার আক্রমণ পরিচালনা করছে, এতে কার্যক্রম ও ব্যবসা প্রভাবিত হচ্ছে।’

গোষ্ঠীগুলোর প্রাথমিক আক্রমণের কৌশলগুলোর মধ্যে রয়েছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অব-সার্ভিস (ডিডিওএস) আক্রমণ, ওয়েবসাইট বিকৃত করা এবং পেলোড ড্রপ করার জন্য পেছনের দরজা হিসেবে ক্ষতিকারক পিএইচপি শেল ব্যবহার করা।

সিআইআরটির তথ্য অনুযায়ী, শীর্ষ লক্ষ্যবস্তুতে থাকা সংস্থার ধরনগুলো হলো—সরকার ও সামরিক, আইন প্রয়োগকারী সংস্থা, ব্যাংকিং ও এনবিএফআই, ফার্মাসিউটিক্যালস, খুচরা ও শিল্প সংস্থা এবং বিদ্যুৎ ও শিক্ষা খাত।