শেখ হাসিনা ছাড়া স্মার্ট বাংলাদেশ সম্ভব নয় : মোস্তাফা জব্বার

Looks like you've blocked notifications!
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ শনিবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয় জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। আমাদের নতুন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। স্মার্ট বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার চূড়ান্ত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান সংগ্রাম এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

আজ শনিবার (৫ আগস্ট) ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ২০২২ সালের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘প্রকাশনা শিল্পের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি ওতপ্রোতভাবে জড়িত। কম্পিউটার ছাড়া প্রকাশনা সম্ভব নয়। কম্পিউটারের ওপর ভ্যাট ট্যাক্স থাকার কারণে কম্পিউটার ছিল সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটারকে সাধারণের নাগালে পৌঁছে দিয়েছেন। এর ফলে দেশে সূচিত হয় ডিজিটাল বিপ্লবের অভিযাত্রা।’

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি গ্রহণ ও এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রনায়ক শেখ হাসিনা।’ ডিজিটাল প্রযুক্তি বিকাশে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে মোস্তাফা জব্বার বলেন, ‘প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থেকেও পৃথিবীতে বাংলা অক্ষর, বাংলা ভাষা ও বাংলা প্রকাশনা টিকে থাকবে।  নিজের হাতে ১১০টি বাংলা ফন্ট তৈরি এবং কী বোর্ডের ২৬টি বোতামে যুক্তাক্ষরসহ ৫৪০টি অক্ষর সন্নিবেশ করে বাংলাভাষাকে ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তরের কাজটি খুবই দুরূহ হলেও করতে পেরেছি, সেটাই আমার জীবনের বড় সফলতা।’

দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘২০০৮ সালে দেশে সাড়ে সাত লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতো। ২০২৩ সালে প্রায় ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ২০০৬  সালে এক এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ছিল ৭৫ হাজার টাকা। এক দেশ এক রেটের আওতায় ২০২৩ সালে মাত্র ৬০ টাকায় এক এমবিপিএস ব্যান্ডউইথ আমরা গ্রাহককে সরবরাহ করছি।’