ময়মনসিংহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে তারাকান্দায় রাসেল হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া জুয়েল মিয়া। ছবি : এনটিভি

ময়মনসিংহে আদালতে মামলার জেরে তারাকান্দায় রাসেল নামে এক যুবককে হত্যার অভিযোগে জুয়েল মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (৭ আগস্ট) দুপুরে এ আদেশ দেন বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন।

মামলার বিবরণে জানা যায়,  নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার জেরে প্রতিপক্ষ ২০১৩ সালের ১৯ মে বিকেলে দেশীয় অস্ত্র দিয়ে নুরুল ইসলামকে আঘাত করে। এ সময় তাঁর চিৎকারে ভাতিজা রাসেল (২০) ও স্ত্রী হাজেরা খাতুন এগিয়ে এলে তাদের ওপর আক্রমণ চালায় প্রতিপক্ষ। পরে স্থানীয় এসে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। রাসেলের অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ মে সকালে তাঁর মৃত্যু হয়। ওই দিনই চাচা নুরুল ইসলাম বাদী হয়ে তারাকান্দা থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ তদন্ত শেষে আটজনের জড়িত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করে। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্তদের উপস্থিতে জুয়েল মিয়াকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। বাকিদের বেকসুর খালাস দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও অভিযুক্তদের পক্ষে মো. হারুনুর রশিদ মামলাটি পরিচালনা করেন।