সাংবাদিক নাদিম হত্যা, প্রধান আসামিসহ পাঁচজনের জামিন নামঞ্জুর

Looks like you've blocked notifications!
জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : এনটিভি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বহিষ্কৃত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ পাঁচজনের জামিন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ জামিন আবেদন নামঞ্জুর করেন। এ নিয়ে তৃতীয় বার বাবুর জামিন আবেদন নামঞ্জুর করলেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় গ্রেপ্তার করা ১৭ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ পাঁচ আসামি জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। বিচারক বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন। জামিন আবেদন করা অন্য আসামিরা হলেন মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল গফুর।

গত ১৪ জুন রাতে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বকশীগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার পাটহাটি মোড়ে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম পরের দিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় সাধুরপাড়া ইউপির সাময়িক বহিস্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম। এজাহারভুক্ত পাঁচ আসামিসহ এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।