ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাগুলোর কী হবে, জানালেন আইনমন্ত্রী

Looks like you've blocked notifications!
আইন মন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভি

ব্যাপক আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার পর ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন এনে এটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনটির নতুন নাম দেওয়া হয়েছে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’। ইতোমধ্যে মন্ত্রিসভায় এর খসড়ার অনুমোদন হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তের পর ডিজিটাল নিরাপত্তা আইনে পূর্বে হওয়া মামলাগুলোর কী হবে, এমন প্রশ্ন উঁকি দিচ্ছে।

বিষয়টি নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আইনের অবস্থান হলো, যেসব মামলা পুরোনো আইনে করা হয়েছে, সেগুলো পুরোনো নিয়মে চলবে। পুরোনো আইনে যে শাস্তি রয়েছে, তা অপরাধীকে দিতে আদালত বাধ্য। কিন্তু, সেখানে চিন্তাভাবনা করা হবে।’

আজ মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে শাস্তির পরিমাণ অনেকাংশে কমানো হয়েছে। আর শাস্তি কমানোই সরকারের ও আইনসভার উদ্দেশ্য। তাই পুরোনো আইনে হওয়া মামলাগুলোর বিচার যাতে প্রস্তাবিত আইনে বাস্তবায়িত হয়, সেই চেষ্টা করা হবে।’