কুমিল্লায় পৃথক হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড
কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মনিরুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রোজিনা বেগম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মালেক, মফিজ, ইউসুফ ও খোকন। রায়ের সময় তারা এজলাসে উপস্থিত ছিলেন না।
এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. সেলিম মিয়া জানান, জমি-জমা নিয়ে জগতপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তাদের প্রতিবেশী কনু মিয়ার। এ নিয়ে কয়েকবার তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে কনু মিয়া দলবল নিয়ে নজরুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এ সময় নজরুল ইসলামের ভাই মনিরুল ইসলাম বুড়িচং বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তিনি নজরুল ইসলামের বাড়ির সামনে এলে মালেক, মফিজুল, ইউসুফসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে মনিরুলকে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় মনিরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে বুড়িচং থানায় মামলা করেন। ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় দিয়েছেন।’
এদিকে, কুমিল্লার লাকসাম উপজেলার গোপালপুরে ধর্ষণ ও শ্বাসরোধ করে নাসিমা আক্তার হত্যা মামলায় মহিন উদ্দিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত।