জি কে শামীমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

Looks like you've blocked notifications!
সিএমএম কোর্টের ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার( ৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন।

এদিন, জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে হওয়া মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে, আজ আদালতে আসেননি কোনো সাক্ষী। এর প্রেক্ষিতে সময়ে জন্য আবেদন করে দুদক। শুনানি শেষে বিচারক সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।

নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ২২ ডিসেম্বর দুদক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের ১৮ অক্টোবর বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।