গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ৩
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মাইক্রোবাসে থাকা ওই শিশুর মা ও ভাইসহ তিন জন।
আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কন্যা শিশু আলিশা মুসকানের বাবা শরিফুল ইসলাম জীবনের বাড়ি যশোর জেলার বেনাপোলের দর্শনায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানীর রাতইল গ্রামের বাবার বাড়ী থেকে ছেলে ও মেয়েসহ মাইক্রোবাসে করে সেনা সদস্য স্বামী শরিফুল ইসলাম জীবনের কর্মস্থল বরিশালে যাচ্ছিলেন সুবর্না বেগম। বেলা সাড়ে ১২টার দিকে কাজুলিয়া এলাকায় পৌছালে মাইক্রোবাসটির টায়ার ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা সেনা সদস্য শরিফুল ইসলাম জীবনের স্ত্রী সুবর্ণা বেগম (২৩), তার শিশু কন্যা আলিশা মুসকান (১৪ মাস), শিশু পুত্র মাহির (৪ বছর) ও মাইক্রোবাসেরর চালক তুহিন শেখ (২৭) আহত হয়।
খবর পেয়ে ফায়ারসার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আলিশা মুসকানকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত সেনা সদস্য শরিফুল ইসলামের স্ত্রী সুবর্ণা ও শিশু পুত্র মাহিরকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ হাসপাতাল থেকে বরিশাল সি এম এইচ হাসপাতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদর থানার এস আই মোহাম্মদ মারিদুল ইসলাম জানান, নিহত আলিশার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।