মতিঝিল আইডিয়ালের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি অধ্যক্ষও

Looks like you've blocked notifications!
গুলশান থানা। ফাইল ছবি

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির এক সদস্য ও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার (৮ আগস্ট) এ মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান।

শেখ শাহানুর রহমান বলেন, ‘এ ঘটনায় আদালতের নির্দেশের পর গত মঙ্গলবার মামলাটি নথিভুক্ত হয়েছে। মামলাটি আমরা তদন্ত করে দেখার চেষ্টা করছি। এর আগে গত ১ আগস্ট ওই শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ একটি নালিশি মামলা করেন।’  

শেখ শাহানুর রহমান আরও বলেন, ‘আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর বিরুদ্ধে।’

আদালত সূত্রে জানা গেছে, গত ১ আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে এ মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন। সে অনুযায়ী মামলাটি গুলশান থানা পুলিশ নথিভুক্ত করে।

আদালত সূত্র জানায়, মামলাটি থানায় নথিভুক্ত হওয়ার পর আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য ২৮ আগস্ট তারিখ ধার্য করেছেন।

জানা গেছে, ‘ছাত্রীকে ফাঁদে ফেলে’ হয়রানির অভিযোগে গত ৩১ মে একটি তদন্ত কমিটি গঠন করেছিল শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি (গভর্নিং বডি)।