সামনে সোনালি সময় : পরিকল্পনামন্ত্রী

Looks like you've blocked notifications!
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাইস্কুলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

দেশের মানুষের সোনালী সময় সামনে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘অনেকই সমালোচনা করেছিলেন ঋণ শোধ করতে করতে দেশ নাকি ডুবে যাবে। শ্রীলঙ্কার মত হয়ে যাবে। সবাইকে আমরা মিথ্যা প্রমাণিত করছি। দেশের মানুষের সোনালী সময় সামনে।’

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাইস্কুলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘আমাদের দেশের নাগরিক, কৃষক, দিনমজুর ও প্রবাসীসহ সকলে মিলে দেশের আয় বৃদ্ধি করে বাংলাদেশের ঋণ শোধ করতে পারব। ঋণ শোধ করছি, সামনেও করা হবে।’ 

কোনো বহিরাগত শাসক এদেশে এসে তাদের পতাকা না গাড়তে পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী।

আলোচনা সভায় উপস্থিত থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘পাকিস্তান দিয়ে বাংলাদেশকে বার বার দাবিয়ে রাখতে চায়। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে। চীন বঙ্গবন্ধুর হত্যার পরে আমাদের দেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। তারও পরে আমেরিকা স্বীকৃতি দিয়েছে।’

বিদ্যানিকেতনে হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি কাশম হুমায়ুনের সভাপতিত্বে ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন, নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ ড. রোমান রেজা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপুসহ প্রমুখ।