জালে আটকেপড়া কোবরা করমজলে অবমুক্ত 

Looks like you've blocked notifications!
সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হচ্ছে একটি বিষধর কোবরা সাপ। ছবি : এনটিভি

সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে একটি বিষধর কোবরা সাপ। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এই সাপটি পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

এর আগে বিষধর এ সাপটি বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের স্টাফেরা সকালে খুলনার বটিয়াঘাটা থেকে উদ্ধার করেন। মাছের ঘেরে পানি সরানোর সময় জালে আটকা পড়ে সাপটি।

করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, কোবরা সাপটি খুবই বিষধর। এটি কোনো মানুষকে কামড় দিলে সঙ্গে সঙ্গে সে মারা যাওয়ার ঝুঁকি থাকে। উদ্ধার হওয়া সাপটি আজ দুপুরে করমজলের বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এটি প্রাকৃতিক বন্যপ্রাণী, প্রকৃতির মাঝেই এদের আপন ঠিকানা। তাই প্রাকৃতিক বনের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে কোবরা সাপটি।