মোংলায় জামায়াত-শিবিরের চার কর্মী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
মোংলা থানা। এনটিভির ফাইল ছবি

নাশকতার মামলায় মোংলায় জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার গোয়ালেরমেঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন—মিঠাখালীর সাহেবেরমেঠের মাওলানা হোসেন বিল্লাহ (৪৫), মো. উজ্জ্বল গাজী (২২), গোয়ালেরমেঠের আব্দুল মাজেদ মোল্লা (৪৮) ও আবু তালহা শান্ত (২২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি লোহার রড, আটটি বাঁশের লাঠি, দুই লিটার পেট্রোল ও দিয়াশলাই  জব্দ করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, মোংলা বন্দর ও ইপিজেডসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সরকার উৎখাতের পাঁয়তারার অভিযোগে জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারবিরোধী ষড়যন্ত্রের সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।’

ক্যাপশন

মোংলা থানা। এনটিভির ফাইল ছবি