ডাকাত সর্দার রাইসুল গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার রাইসুল। ছবি : র‌্যাব

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে রাইসুল ইসলাম ওরফে রিপনকে (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। র‌্যাবের দাবি, রাইসুল কুখ্যাত ডাকাত দলের সর্দার। তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার রাইসুলকে গ্রেপ্তার করা হলেও আজ শুক্রবার (১৮ আগস্ট) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারজানা হক বলেন, ‘রাইসুল রাজধানীর রামপুরা এলাকার একটি ডাকাত গ্রুপের সর্দার। তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রামপুরা থানায় ২০২১ সালে একটি ডাকাতি মামলা করা হয়।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘রামপুরা থানার মামলায় রাইসুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত রাইসুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলেও জানান ফারজানা হক।