হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে ওঠা নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

Looks like you've blocked notifications!
হাতিরঝিল থানা। ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারে উঠে বসে থাকা নারীকে নিচে নামিয়ে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার (১৮ আগস্ট) প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তাঁকে নামিয়ে আনা হয়।

শুক্রবার সন্ধ্যায় হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় মধ্যবয়সী ওই নারীকে নামিয়ে আনা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উদ্ধার অভিযান শেষ হয়। 

টাওয়ারের উচ্চতা সম্পর্কে আব্দুল কুদ্দুস বলেন, ‘জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের উচ্চতা ১৭০ ফিট। ওই নারী আনুমানিক ১০০ ফুট উঠে বসেছিল। আরেকটু উঠলে বিদ্যুতায়িত হওয়ার শঙ্কা ছিল। তাঁকে নিরাপদে নামিয়ে এনে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।’

আব্দুল কুদ্দুস জানান, কয়েকদিন ধরে মধুবাগ এলাকায় ঘোরাঘুরি করত এই নারী। আমাদের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ। তবে, কীভাবে হাতিরঝিলের মধ্যে থাকা বিদ্যুতের টাওয়ারে তিনি উঠলেন, সেটি বোঝা যাচ্ছে না।