প্রেমিকার মান ভাঙাতে প্রেমিকের শপথ ভিডিও, অবশেষে সংঘর্ষে আহত ১৫

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি গ্রামে আজ শনিবার সংঘর্ষ বাধে। ছবি : ফেসবুকে ভাইরাল ভিডিও থেকে নেওয়া

সুনামগঞ্জের প্রবাসী প্রেমিকার মান ভাঙাতে একটি ভিডিও পাঠান প্রেমিক। সেই ভিডিও পৌঁছে যায় পরিবারের লোকজনের কাছে। সেটিকে কেন্দ্র করে বাধে সংঘর্ষ। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৯ আগস্ট) জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি (সৈদপুর) গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাতে পুলিশও জানিয়েছে এ তথ্য। 

স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, কয়েকদিন আগে ‘প্রতারণা করবেন না’ বলে একটি শপথের ভিডিও সৌদি প্রবাসী প্রেমিকাকে পাঠান প্রেমিক। পরে ওই ভিডিও নিজ পরিবারের লোকজনকে পাঠান প্রেমিকা। ভিডিওটি মসজিদের মধ্যে দাঁড়িয়ে পবিত্র কোরআন মাথায় নিয়ে শপথ করা। পরে মসজিদ কমিটির সদস্যরা ওই যুবককে মসজিদে ভেতর ভিডিও করা নিয়ে প্রশ্ন করেন৷ একপর্যায়ে মসজিদ কমিটিসহ দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি জেরে বাধে সংঘর্ঘ। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি মিমাংসার চেষ্টা করছেন।