বেহালদশা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের
নির্মাণের তিন বছর পর উদ্বোধন করা হলো কিশোরগঞ্জের ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। আজ রোববার (২০ আগস্ট) দুপুরে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কমপ্লেক্সটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহসভাপতি মুক্তিযোদ্ধা তালওয়াত হোসেন বাবলা, মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
উদ্বোধনের পর পরই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির বেহালদশা চোখে পড়ে। বৃষ্টির পানি পড়ে দেয়ালের রং অনেকাংশেই নষ্ট হয়ে গেছে। ভেঙে গেছে কমপ্লেক্সটির অনেক জানালার কাচও। চেয়ার-টেবিল ভেঙে নষ্ট হয়ে গেছে।
জানা যায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৮-১৯ অর্থবছরে দুই কোটি ১০ লাখ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয় ২০২০ সালে। নির্মিত ভবনটিতে প্রমম ও দ্বিতীয় তলায় মোট ১ টি দোকান, একটি হল রুম ও দুটি অফিস রুম রয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর তিন বছর ধরে উদ্বোধনের অপেক্ষায় তালাবদ্ধ থাকে ভবনটি।
ভৈরব উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, ফরহাদ আহমেদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে ভবনটি আমাদের বুঝিয়ে দিয়েছিল। ভবনটি নির্মাণ করার প্রায় তিন বছর পর আজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ভবনটি উদ্বোধন করেন।
দীর্ঘ সময় ভবনটিতে কোনো কার্যক্রম না থাকায় কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। সেই ভাঙা জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকে দেয়ালের রং উঠে গেছে। কিছু ফার্নিচার নষ্ট হয়েছে। যেহেতু ভবনটি উদ্বোধন হয়েছে, এখন সবকিছুই ঠিক হয়ে যাবে।
এ বিষয়ে ভৈরবের ইউএনও বলেন, দীর্ঘ সময় হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এত দিন অযত্নে পড়ে থাকায় ভবনটির কিছুটা ক্ষতি হয়েছে। এখন কমপ্লেক্সটির কার্যক্রম শুরু হলে সবকিছু মেরামত করা হবে।