বাবা-মায়ের পর মারা গেল শিশু আফসানাও

Looks like you've blocked notifications!
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বাবা ও মায়ের পর মারা গেল পাঁচ বছরের দগ্ধ আফসানা। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৮টায় শিশুটি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ‘জুরাইন এলাকা থেকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে পাঁচজন এসেছিল। আজ (বুধবার) সকালে শিশু আফসানার (৫) মৃত্যু হয়। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’

এর আগে এ ঘটনায় শিশু আফসানার বাবা আতাহার আলী এবং মা মুক্তা খাতুনের মৃত্যু হয়।  

গত ১৩ আগস্ট দিনগত রাত তিনটার দিকে দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে এনে ভর্তি করা হয়। তারা হলেন—আতাহার আলী (৩৫), আলতাব সিকদার (৭২), মর্জিনা বেগম (৫০), মুক্তা খাতুন (৩০) ও শিশু আফসানা (৫)।