আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ, ভৈরবে দিনব্যাপী কর্মসূচি

Looks like you've blocked notifications!
মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমান। ছবি : এনটিভি

মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমানের আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) ১৯তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ আগস্ট তাঁর মৃত্যু হয়।

আইভি রহমান আওয়ামী লীগের সাবেক তিনবারের সাধারণ সম্পাদক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মা।

এ দিবসটি পালনে প্রতিবছরের মতো এবারও কিশোরগঞ্জের ভৈরবে সাংগঠনিক ও পারিবারিকভাবে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু ও পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ জানান, ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের ভৈরব বাজারের দলীয় কার্যালয়ে সকাল ৭টায় কালো পতাকা উত্তোলন করা হয়। সাড়ে ৭টায় খতমে কোরআন হয়। সকাল ১০টায় কালোব্যাজ ধারণ ও ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ট্রমা সেন্টার সংলগ্ন আইভি রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল হওয়ার কথা রয়েছে। বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ স্থানীয় পৌর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে একটি শোকর‌্যালি ভৈরব বাজার এলাকা প্রদক্ষিণ করবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে মরহুমার নিজ বাড়িতে আইভি ভবনে নারীদের অংশগ্রহণে কোরানখানি এবং বাবার বাড়ি চন্ডিবের এলাকায় কামাল সরকার বাড়িতে সকালে মিলাদ, দোয়া ও দুপুরে তিনটি এতিমখানায় রান্না করা খাবার বিতরণ করা হবে। 

আইভি রহমান ১৯৪৪ সালের ৭ জুলাই ভৈরব শহরের চন্ডিবের এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম জেবুন্নেছা আইভি। ১৯৫৮ সালের ২৭ জুন নবম শ্রেণিতে পড়ার সময় ভৈরবের কৃতী সন্তান (প্রয়াত রাষ্ট্রপতি) জিল্লুর রহমানের সঙ্গে বিয়ে হয়। এরপর থেকে নামের সাথে ‘রহমান’ যুক্ত হয়। তাঁর বাবা জালাল উদ্দিন ছিলেন তৎকালীন ঢাকা কলেজের অধ্যক্ষ। মা হাসিনা বেগম ছিলেন গৃহিণী। আট বোন চার ভাইয়ের মধ্য আইভি রহমান ছিলেন পঞ্চম।