নরসিংদীতে দুই বেকারিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নরসিংদীর পলাশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুই বেকারিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা এই জরিমানা করেন।
উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দেশ ফুড ও তিতাস স্পেশাল নামে দুই বেকারিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, ঘোড়াশালের দেশ ফুড ও তিতাস স্পেশাল নামক দুটি বেকারি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করে আসছে। এ ছাড়া উৎপাদন করা খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, খাবারে ভেজাল রং ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। প্রাথমিকভাবে সতর্ক করতে দেশ ফুড বেকারিকে ভোক্তা অধিকার আইনে ৭০ হাজার ও তিতাস স্পেশাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।