আমাদের নজরুল চর্চা বাড়াতে হবে : শেখ পরশ

Looks like you've blocked notifications!
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আজ রোববার কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছে, তার প্রাসঙ্গিকতা যুগে যুগে ছিল ও থাকবে। অর্থনৈতিক বৈষম্য এবং শ্রেণি বৈষম্য যেখানে, সেখানেও কবি নজরুল দারুণভাবে প্রাসঙ্গিক। সুতরাং, আমাদের নজরুল চর্চা বাড়াতে হবে।’

আজ রোববার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন শেখ পরশ।

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘শুধু মৃত্যু ও জন্ম দিবসেই নয়, নজরুল চর্চা থাকতে হবে আমাদের কৃষ্টি-সংস্কৃতিতে। আমাদের লাইফস্টাইলের মধ্যেই কবি নজরুলের অন্তর্ভুক্তি দরকার।’

শেখ ফজলে শামস পরশ বলেন, ‘কাজী নজরুল ইসলামের লেখনী ও দর্শন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অস্থিরতা ও বৈষম্যমূলক যে সমাজব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই সমাজব্যবস্থায় নজরুল চর্চা বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে।’