ভৈরবে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, দুর্ভোগে যাত্রীরা

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে আজ রোববার এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে আটকা পড়ে। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এগারসিন্দুর প্রভাতী নামে আন্তনগর ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়। আজ রোববার (২৭ আগস্ট) সকালে সাড়ে নয়টার দিকে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের লাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা যায়, আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্ল্যাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি এসে থামে। এরপর কিশোরগঞ্জেরর উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় (সানটিং) ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

এ বিষয়ে ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মো. ইউসুফ মিয়া বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন ইঞ্জিন ঘুরানোর সময় লাইনচ্যুত হয়েছে। ইঞ্জিনটি উদ্ধারে স্টেশনের টেকনিশিয়ান টিম কাজ করছে।’