চট্টগ্রামে পাহাড় ধস, প্রাণ গেল বাবা-মেয়ের

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের পাঁচলাইশে পাহাড় ধসে নিহত সোহেল ও তার মেয়ে বিবি জান্নাত। ছবি : ফোকাস বাংলা

চট্টগ্রামের পাঁচলাইশে অতিবর্ষণে পাহাড় ধসে সোহেল (৩৩) নামে এক যুবক এবং তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত মারা গেছে। আজ রোববার (২৭ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর আইডব্লিউ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে পাহাড় ধসে গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের উপপরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, ‘রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবরটি আসে। সেখানে পাহাড়ের নিচে কাঁচাঘর বানিয়ে সোহেল স্ত্রী-সন্তানের সঙ্গে বসবাস করতেন। রাতভর অতিবৃষ্টির পর সকালের দিকে আইডব্লিউ কলোনির প্রায় ৫০ ফুট খাড়া পাহাড় থেকে মাটির খণ্ড ওই ঘরের ওপর পড়ে। এতে চারজন মাটিতে চাপা পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।’

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত আট ঘণ্টায় ৭৬ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসের শুরুতেও টানা বর্ষণে চট্টগ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে প্রাণহানির পাশাপাশি দুর্ভোগে পড়েছিল লাখো মানুষ। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন সপ্তাহের ব্যবধানে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মাহমুদুল আলম।