বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য : সিইসি
যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে ‘অংশগ্রহণমূলক’ শব্দটি নতুন করে যোগ করেছে।
আজ রোববার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
এরআগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক বৈঠক করেন। বৈঠকের বিষয়ে সিইসি সাংবাদিকদের আরও বলেন, ‘যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে মতবিনিময়কালে অনেকগুলো বিষয়ের সঙ্গে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গটিও উঠেছিল। উনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন। উনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে।’
বাংলাদেশের আগামী নির্বাচনটি যাতে অংশগ্রহণমূলক হয়, এ বিষয়ে রাষ্ট্রদূত জোর দিয়েছেন বলেও জানান সিইসি।