বিএনপিকে আর কোনো ছাড় দেওয়া হবে না : কামরুল ইসলাম

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলামের ফাইল ছবি

বিএনপিকে আর কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম বলেছেন, ‘তাদেরকে (বিএনপি) অনেক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না।’ নির্বাচন প্রসঙ্গে তিনি বলে, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। 

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় কামরুল ইসলাম এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি বলছে, আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত আন্দোলন করবে। তাদের চূড়ান্ত আন্দোলন মানে জঙ্গিবাদের উত্থান এবং সহিংসতা।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘পঁচাত্তরের পর জিয়াউর রহমান যা যা করেছেন, একজন মুক্তিযোদ্ধা কোনোভাবেই এসব কাজ করতে পারেন না। আর এখন দেশ যখন উন্নয়নের শিখরে, তখন দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে বিএনপি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, ‘সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’