ভারতীয় নাগরিক আটক, অনুপ্রবেশের দায়ে মামলা

Looks like you've blocked notifications!
শেরপুরের ঝিনাইগাতী থেকে এই ভারতীয় নাগরিককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : এনটিভি

শেরপুর জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ভারতীয় নাগরিকের ইয়া নবী (৬৫)। তাঁর বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি বলে জানিয়েছেন। গতকাল সোমবার (২৯ আগস্ট) বিকেলে তাঁকে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেপ্তার হওয়া ভারতীয় নাগরিক নিজের নাম ইয়া নবী এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তাঁর বাড়ি বলে জানিয়েছেন। তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন মাজার-দরগায় ঘোরাঘুরি করছিলেন। তিনি গত ২৭ আগস্ট রোববার ঝিনাইগাতীর ভারতীয় সীমান্তঘেষা রাংটিয়া গ্রামে শাহ সেকান্দর আলীর মাজারে অবস্থান নেন। সেখান থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গতকাল বিকেলে আদালতে পাঠানো হয় এবং আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।