ট্রাক চাপায় বাবা-মেয়ে নিহত, আহত মা ও ছেলে
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে শিশু নিহত হয়েছে। একই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা মা ও ছেলে গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট পিলজংগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার বিগবাজার দোকানের মালিক সোহেল ফরাজী (৩৭) ও তার মেয়ে নওরীন (৫)। আর আহতরা হলেন- সোহেল ফরাজীর স্ত্রী মিনি আক্তার (৩২) ও ছেলে নওশীন (১০)। গুরুতর আহত মা ও ছেলে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন।
কেকাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, খুলনামুখী মোটরসাইকেলটিতে একই পরিবারের চারজন সদস্য ছিলেন। মোটরসাইকেলটি পিলজংগ এলাকার বালিয়ার দোকানের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হয়। গুরুত্বর আহত হন মা ও ছেলে। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিজানুর রহমান বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও ট্রাক চালক শাহজাহান সরদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’