পাহাড়ি ছড়ায় নিখোঁজ মা, মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি ছড়া পেরুনোর সময় স্রোতে পানিতে ভেসে নিখোঁজ হন মা-মেয়ে। পরে মেয়ের মরদেহ উদ্ধার হয়েছে। তার নাম মানু খেয়াং (১৬)। তবে মা মাহ্লা খেয়াং (৪২) এখনো নিখোঁজ রয়েছেন। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা জানান, পাহাড়ের জুমক্ষেত থেকে ফেরার সময় রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের তৈছা ছড়া হেঁটে পেরুনোর সময় স্রোতের টানে পানিতে ভেসে যান মা-মেয়ে। খবর পেয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুজির পর নিখোঁজ মেয়ের মরদেহ পাওয়া যায়। তবে মায়ের খোঁজ এখনও পাওয়া যায়নি। এদের বাড়ি নোয়াপতং ইউনিয়নের ক্রংলাইপাড়ায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃষ্টি ও দুর্গমতার কারণে আরেকজনকে খোঁজে পাওয়া যায়নি। আগামীকাল শুক্রবার ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে ফের উদ্ধার তৎপরতা চালানো হবে।