এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন, যোগাযোগে খুলল নতুন দুয়ার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন। এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় খুলল নতুন দুয়ার। আজ শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তেজগাঁও অংশের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠের দিকে রওনা হয়েছেন। সেখানে তিনি সুধী সমাবেশে যোগ দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটবোন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারাণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
আগামীকাল রোববার থেকে থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। ঢাকার বুকে নতুন এ সড়ক মাথার উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত রেললাইন ধরে যাচ্ছে এই পথ। এখন পুরোপুরি প্রস্তুত ফার্মগেট পর্যন্ত ১২ কিলোমিটার।
২০১১ সালে নেওয়া এই প্রকল্পে সার্বিক অগ্রগতি এখন ৬৫ শতাংশ। কাজ বাকি আছে তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত।