দুই যুবকের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর এলাকায় যুবকের বস্তাবন্দি মরদেহ দেখতে এলাকাবাসীর ভিড়। ছবি : এনটিভি

ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর এলাকা থেকে এক যুবকের বস্তাবন্দি এবং কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৩ সেপ্টেম্বর) সকালে এই দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

আজ সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার গোবিন্দপুর থেকে যে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয় তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকার বাসিন্দা অমিত সাহা। তিনি পেশায় দোকানদার।

আজ সকালে ধোপাঘাটা পুরাতন সেতুর সামনে টার্মিনাল সড়ক এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে সেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান আবির জানান, মুখে পলিথিন মোড়ানো ও বস্তায় ভরা ছিল মরদেহটি। দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে গেছে বলে ধারণা করছে করা হচ্ছে। তিনি আরও জানান, আলামত খুঁজতে ক্রাইমসিন ইউনিট এলাকাটি পরিদর্শন করেছে।

অপর দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে গোকুল চন্দ্র (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের আলহাজ আমজাদ আলী ফিলিং স্টেশনের পাশের একটি বৈদ্যুতিক পিলার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গোকুল চন্দ্র ময়মনসিংহের ত্রিশাল এলাকার জীবন চন্দ্র কর্মকারের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় তেলপাম্পের পাশের মাঠের মধ্যে বৈদ্যুতিক পিলারের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ওই যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ ছিল না তাঁর। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।