নিরাপদে বাস ব্যবহারের পরীক্ষামূলক প্রকল্প কাল শুরু

Looks like you've blocked notifications!
ডিএমপির লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) অধীন নিরাপদে বাস ব্যবহারের পরীক্ষামূলক প্রকল্প আগামীকাল সোমবার (৩ সেপ্টেম্বর) শুরু হচ্ছে। ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা বাড়ানো এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃক ডিআরএসপির কারিগরি সহায়তা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আজ রোববার ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই প্রকল্পটি কাকলী বাস স্ট্যান্ড (মহাখালী অভিমুখী) এলাকায় আগামী ৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যতীত) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান থাকবে। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) সহযোগিতা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরে বাস যাত্রীরা বাসে ওঠা-নামায় অসুবিধা ও দুর্ঘটনার সম্মুখীন হয়। ঢাকা মহানগর এলাকায় সড়কে চলাচলের সমস্যা অনুসন্ধানে অনিরাপদে বাসে ওঠা-নামাকে প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়।

ট্রাফিক নিরাপত্তা বিষয়ক আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধি এই প্রকল্পের একটি লক্ষ্য। এর পরিপ্রেক্ষিতে কাকলী-বনানী এলাকায় নিরাপদে বাস ব্যবহারের পরীক্ষামূলক প্রকল্পের কাজ শুরু হচ্ছে। যাত্রীদের নিরাপদে বাসে ওঠা-নামার উদ্দেশ্যে শুধু কাকলী বাস স্ট্যান্ডে বাস থামানোর জন্য বাসের চালক ও হেলপারদেরকে উৎসাহিত করা হবে। যাত্রীদেরও শুধু বাস স্ট্যান্ড থেকে বাস ব্যবহারের অনুরোধ করা হবে।

এই কার্যক্রম জোরদার করার জন্য কাকলি-বনানি বাস স্ট্যান্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ হচ্ছে, যাতে সড়ক ব্যবহারকারীরা ট্রাফিক আইন মেনে চলে এবং ডিএমপির ট্রাফিক বিভাগের কাজে সহযোগিতা করে৷

বাস যাত্রীদের প্রতি নির্দেশনা

১. রাস্তায় যেকোনো স্থান থেকে বাসে উঠবেন না বা নামবেন না।

২. নিরাপদে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠা-নামা করুন।

বাস চালক ও হেল্পারের প্রতি নির্দেশনা

১. বাম দিকের লেন ব্যবহার করে বাসস্ট্যান্ডে আসুন।

২. শুধু বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিন।

প্রকল্পের যেকোনো অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে নিকটবর্তী ডিএমপি ট্রাফিক গুলশান বিভাগের সঙ্গে যোগাযোগ করুন অথবা Dhaka.road.safety@gmail.com এই ঠিকানায় মেইল করার জন্য অনুরোধ করা হয়েছে।