কিশোরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ মাদ্রাসা শিক্ষক নিহত

Looks like you've blocked notifications!
নিহতদের দেখতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও আত্মীয়স্বজনরা ভিড় করেন। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের করিমগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ আরোহী মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে করিমগঞ্জ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ হাবিবুর রহমান হাশেম ও সম্রাট মিয়া। হাবিবুর রহমান চৌগঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে। আর সম্রাট তাড়াইল উপজেলার নাজিম উদ্দিনের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম শাহীন মন্ডল জানান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাশেম সকালে পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য সম্রাটের মোটরসাইকেলে করে করিমগঞ্জের সোবহানিয়া মাদ্রাসা কেন্দ্রে যাচ্ছিলেন। করিমগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছার পর পেছন থেকে চামড়াঘাট থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করলেও এর চালক পালিয়ে যায়।

খবর পেয়ে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও নিহতদের আত্মীয়স্বজন বাসস্ট্যান্ডে ভিড় করে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।