আত্মসমর্পণের পর জামিন পেলেন শিমুল বিশ্বাস
২০১৫ সালে নাশকতার অভিযোগে করা এক মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। যদিও গতকাল হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই পরোয়ানা জারি করেন।
আদালতের বেঞ্চ সহকারী শিশির হাওলাদার আজ এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার আদালতে শিমুল বিশ্বাস হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরবর্তীতে আজ সোমবার শিমুল বিশ্বাস আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।’
বেঞ্চ সহকারী আরও বলেন, ‘আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।’
নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের মার্চ মাসে রাজধানীর বাড্ডা এলাকায় নাশকতার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। এরপর তদন্ত শেষে ৬০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর গতকাল রোববার অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক।