যুবদলের সাধারণ সম্পাদক মুন্না দুদিনের রিমান্ডে
রাজধানীর রামপুরা থানায় ২০২২ সালে দায়ের করা নাশকতার মামলায় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এই আদেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী এম মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, গত ৮ মার্চ বিকেলে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শাহজাহানপুর থেকে তাকে আটক করে পুলিশ। এরপর থেকেই কারাগারে আটক রয়েছেন তিনি।