বিএনপিনেতা চাঁদের রিমান্ড না মঞ্জুর, ফের কারাগারে

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জে আদালতে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় আদালতের বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) অজিত কুমার সরকার বিএনপিনেতা চাঁদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন তাঁর পক্ষে জামিন আবেদন করেন।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জে করা মামলায় আবু সাইদ চাঁদকে গতকাল সোমবার আদালতে হাজির করা হলে বিচারক গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান।

চলতি বছরের ২৪ মে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এই মামলা করেন। মামলায় আবু সাইদ চাঁদকে প্রধান আসামিসহ অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্য দেন। যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদাহানিকর এবং বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।