হাসপাতালে ভর্তি মন্ত্রিপরিষদ সচিব

Looks like you've blocked notifications!
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শারীরিক অসুস্থতাবোধ করায় তাকে ভর্তি করা হয়। 

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি মেডিসিন বিভাগে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে আসেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন। সকাল ১০টার দিকে তাকে বিএসএমএমইউয়ে ভর্তি করা হয়েছে।