মোটরসাইকেলের চাপায় গৃহবধূ মৃত্যু, গ্রেপ্তার দুই

Looks like you've blocked notifications!
শেরপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার আতিক ও হীরা। ছবি : র‌্যাব

শেরপুরে মোটরসাইকেল চাপায় গৃহবধূ মৃত্যুর ঘটনার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) শেরপুর শহরের জেলখানা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন–মোটরসাইকেলের চালক আতিক মমিয়া (৩৫) ও আরোহী হীরা মিয়া (৩৫)। তাদের বাড়ি জেলা শহরের নৌহাটা এলাকায়। 

এর আগে গত বুধবার (৬ সেপ্টেম্বর) শহরের কালিগঞ্জ দমদমা সড়কে মোটরসাইকেল চাপায় এক গৃহবধূ নিহত হন। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল চালক ও আরোহী পালিয়ে যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ ক্রাইম প্রিভেনশন কোম্পানি একের (সিপিস) অধিনায়ক স্কোয়াড্রন লিডার আশিক উজ্জমান জানান, গত ৬ সেপ্টেম্বর রাস্তার পাশে কাপড় শুকাতে দেন মমেনা বেগম (৫২)। কাপড় ঘরে নেওয়ার সময় দ্রুত গতিতে আসা মোটরসাইকেল ওই গৃহবধূকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা তিনি। এ সময় মোটরসাইকেল ফেলেই দ্রুত পালিয়ে যায় আসামিরা। এ ঘটনায় নিহতের স্বামী হান্নান মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতেই র‌্যাব আতিক ও হীরাকে গ্রেপ্তার করে শেরপুর সদর থানায় সোপর্দ করে।