আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে : পরিকল্পনামন্ত্রী

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : এনটিভি

আগামী বছরের শুরুতেই দেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠেয় হবে, সেটি সুষ্ঠু হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠ হবে, সেটা দেশের মানুষ জানে। সেই সময়ে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘জামায়াত একটি জঙ্গি সংগঠন, সেটা দেশের মানুষ জানে। জামায়াত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তাদের নিবন্ধন দেওয়া হবে কি না সেটা সরকারের দেখার বিষয় নয়। বিষয়টি দেখবে নির্বাচন কমিশন। তারা যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিব।’ 

ব্যাংকিং খাত নিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের ব্যাংকগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকার এটার জন্য স্পেশাল কোনো আইন তৈরি করবে না।’