রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী নয়, সাধারণ মানুষ চাইলে এমপি-মন্ত্রী হতে চান হিরো আলম
কথা রেখেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। উপহারের মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে হিরো আলম ফাউন্ডেশনে হস্তান্তর করেছেন এর চাবি। এটি মানুষের সেবার কাজে বিনা পয়সায় ব্যবহার হবে বলে জানিয়েছেন তিনি। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে ফিতা কেটে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন হিরো আলম। এ সময় তিনি জানান, এটি বগুড়া সদর, কাহালু ও নন্দিগ্রাম উপজেলার রোগীদের জন্য বিনামূল্যে সেবা দেবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা প্রিন্সিপাল মাওলানা এম মুখলিছুর রহমান মাইক্রোবাসটি হিরো আলমকে উপহার দিয়েছিলেন। আজ অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে হিরো আলম কথা প্রসঙ্গে বলেন, ‘আগামীতে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কোনটিই হতে চাই না। সাধারণ মানুষ চাইলে আগামীতে সংসদ সদস্য বা মন্ত্রী হতে চাই। সামনে আরও দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষ।