জাপানে লেকে ডুবে বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু

Looks like you've blocked notifications!
জাপানে লেকে ডুবে নিহত বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার খাইরুল কবির। ছবি : এনটিভি

জাপানে লেকের পানিতে ডুবে খাইরুল কবির (৩৮) নামে এক বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানী টোকিও থেকে ১৫০ কিলোমিটার দূরে সিজুওকা প্রিফিকসার লেকে বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মামাতো ভাই দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার খাইরুল কবিরের মৃত্যর খবরটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার খাইরুল কবির জাপানের রেকুটেন কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি পাবনা শহরের শালগাড়িয়া রেনেসাঁ পাঠাগার এলাকার সাবেক মিলিটারি অ্যাকাউন্টস অফিসার মরহুম আবুল কাশেম শিকদারের দ্বিতীয় ছেলে।

খাইরুল পাবিপ্রবির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধার ভাগনে এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতারের মামাতো ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, অত্যন্ত মেধাবী খাইরুল কবির সাত বছর আগে জাপানের অন্যতম বৃহৎ কোম্পানি রেকুটেনের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। তিনি সপরিবারে টোকিওর মাসিদাতে বসবাস করতেন। জাপান প্রবাসী বেশ কয়েকজন আত্মীয়স্বজন এবং কয়েকজন সহকর্মীর সঙ্গে তিনি সিজুওয়াকা প্রিফিকসার লেকে বেড়াতে যান। পরে আনুমানিক বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে খাইরুল কবিরের দুই বন্ধু ও সহকর্মী দুই কিশোর ওই লেকের পানিতে পড়ে যান। তাঁদের উদ্ধারে তিনি পায়ের জুতা খুলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে দুই কিশোরকে লেকের পানি থেকে টেনে তুলে প্রাণে বাঁচান; কিন্তু তিনি আর উঠে আসতে পারেননি। গভীর পানিতে তলিয়ে তাঁর মৃত্যু হয়।