চাঁপাইনবাবগঞ্জ নদীতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
নদীতে ডুবার প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা ও শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) এই তিনজনের মৃত্যু হয়।

এরমধ্যে মহানন্দায় এক তরুণ ও পাগলায় দুই শিশু নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। মারা যাওয়া দুই শিশু হলো শিবগঞ্জের ছত্রাজিতপুর খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে লিজা খাতুন (১১) ও বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে নাঈমা খাতুন (১১)। তাঁরা দুজনই ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি গুমপাড়া বড়মসজিদ মহল্লার সৈয়বুর রহমানের ছেলে মারুফ হোসেন (২১)।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আকবর আলী ও ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী জানান, আজ দুপুরে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা ও নাঈমা খাতুনসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবরীদল দুজনের মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, উদ্ধারের পর দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে মারুফ শেখ হাসিনা সেতু এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নামেন। কিন্তু অন্যরা তীরে উঠে এলেও মারুফ নিখোঁজ থাকেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাঁর মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।