আগামী নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি : রওশন এরশাদ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি : সংসদ টেলিভিশনের সৌজন্যে
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এমন আশা প্রকাশ করে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি সংসদ নির্বাচনে অংশগ্রহণে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। জাতীয় পার্টি তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সব জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করি বলেই কখনোই নির্বাচন বয়কট করিনি। আমরা আশা করি, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।’