কৃষি মার্কেটে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি গঠন

Looks like you've blocked notifications!

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার। 

শাহজান শিকদার বলেন, কমিটির বাকি সদস্যর নাম পরে জানানো হবে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

অগ্নিকাণ্ডের পরপরই জানতে চাইলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ৩টা ৫২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করে। 

মোহাম্মদ থানার ডিউটি অফিসার (এসআই) দেবলাল সরকার রনি সাংবাদিকদের বলেন, রাত ৪টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‌্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা যোগ দেয়। তবে, তারা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিক পাওয়া সম্ভব নয় বলে জানায়। যদিও প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগুনে শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে।