মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুজন আহত

Looks like you've blocked notifications!
চুয়াডাঙ্গার জীবননগরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : এনটিভি

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে সেলিম উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জীবননগর উপজেলার উথলী-বেগমপুর সড়কের ছোটপোল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক সেলিম উদ্দিন দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৪) ও নজরুল ইসলামের ছেলে স্বপন আলী (২৫)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, বিকেলে মোটরসাইকেলযোগে উথলীর দিকে আসছিলেন তিন যুবক। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উথলী-বেগমপুর সড়কের ছোটপোল নামক স্থানে সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁরা। তাঁদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ওসি আরও জানান, ওই তিন যুবক নেশাগ্রস্ত অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে আধা বোতল বাংলা মদ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।