রংপুর থেকে বিএনপির তারুণ্যের রোড মার্চ শুরু

Looks like you've blocked notifications!
বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রোডমার্চ আজ শনিবার রংপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। ছবি : এনটিভি

সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে তরুণ ভোটারদের কাছে টানতে তারুণ্যের রোড মার্চ শুরু করেছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রংপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় রোড মার্চ। দিনাজপুর গিয়ে শেষ হবে প্রথম দিনের এ কর্মসূচি। রোড মার্চের চলাকালে আদমদিঘী, সৈয়দপুর ও দশমাইলে তিনটি পথসভা হবে।

রোড মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। রোড মার্চ শেষে অপর সংক্ষিপ্ত সমাবেশে অংশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এসব সমাবেশ সঞ্চালনায় রয়েছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

আগামীকাল রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বগুড়া শহরের চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহী শেষ হবে দ্বিতীয় দিনের রোড মার্চ।

এর আগে দেশের ছয় বিভাগে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এরপর ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।