ডাকাত ধরতে গেল পুলিশ, গুলি খেল বাড়ির মালিকের ছেলে
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকার শ্রী নিবাসদির রাস্তায় পরপর দুটি ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার রাত ১০টার দিকে ঘটা এ ঘটনায় প্রথমে পুলিশ কয়েকজনকে আটক করে। আটক ব্যক্তিরা পুলিশকে জানান, ডেমরার সরদার সজিব নামের একজন ডাকাত দলের সর্দার।
পরে ডেমরা থানা পুলিশের সহযোগিতায় আড়াইহাজার থানার একদল পুলিশ সজীবকে গ্রেপ্তার করতে অভিযানে যান। রাত ৪টার দিকে ডেমরার বামৈল এলাকার একটি বাড়িতে অভিযান শুরু হয়। সে সময় বাড়ির মালিকের ছেলে মিনহাজিন আবেদীন (২৭) হঠাৎ পুলিশের ওপর হামলা করে।
রড দিয়ে বাড়ি মেরে এক কনস্টেবলের শটগান ভেঙে ফেলেন মিনহাজিন। এ ছাড়া ওই সময় চারজন পুলিশ সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে আরেক কনস্টেবল গুলি চালান। তখন একটি গুলি লাগে মিনহাজিনের উরুতে। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব এনটিভি অনলাইনের কাছে এ দাবি করেন। তিনি বলেন, ‘সম্ভবত মিনহাজিন নেশা করছিলেন ওই সময়। এ ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি মাদক ব্যবসায়ী। সব মিলিয়ে তিনি বোধহয় ভয়ে পুলিশের ওপর হামলা করেন।’
ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত আমরা আটজনকে গ্রেপ্তার করেছি। ওই ঘটনায় ভুক্তভোগী মামলা করেছেন। যে ভুক্তভোগী মামলা করেছেন, আমরা তার ডাকাতি হওয়া মোটরসাইকেল, আট হাজার টাকা এবং দুটি মুঠোফোন উদ্ধার করেছি।’
ওসি বলেন, ‘পুলিশের ওপর হামলা ও গুলিতে যুবক আহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে, পুলিশ এ ঘটনায় বাদি হয়ে মামলা করতে পারে।’
কিন্তু, তাৎক্ষণিকভাবে পুলিশের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এনটিভি অনলাইনের পক্ষ থেকে।