বিটিআরসি’র মহাপরিচালক হলেন খলিল-উর-রহমান

Looks like you've blocked notifications!
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. খলিল-উর-রহমান।

আজ সোমবার ( ১৮ সেপ্টেম্বর) প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

অন্যদিকে বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগের ন্যস্ত করা হয়েছে।