নেত্রকোনা জেলা ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী। ছবি : এনটিভি

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহসভাপতি আলমগীর হোসাইন সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত সাংবাদিকদের জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহসভাপতি আলমগীর সুমন আজ সন্ধ্যায় কুরপাড় মাস্টার বাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁদের গ্রেফতার করে নিয়ে যায়।

এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিস্ফোরক উপাদানাবলী আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সরকারবিরোধী চলমান আন্দোলনকে ব্যহত করতে এবং বর্তমান সরকারের নীলনকশা বাস্তবায়নে পুলিশ সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গণগ্রেপ্তার শুরু করেছে। আমরা অবিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী ও সহসভাপতি আলমগীর হোসাইন সুমনকে নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।’